মৌসুমের শুরুতেই উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় জবুথবু মানুষ। কিছুটা উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। আগুন পোহাতে গিয়ে তিন দিনে ছয় নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং দুইজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ। নিহত জবা বেগম (৪০) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গ্রামাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। আর শীত থেকে রক্ষা পেতে খড়কুটা জ্বালিয়ে কিংবা চুলায় আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন লেগে অনেকেই দগ্ধ হচ্ছেন।