আগুন নিয়ে খেলতে গিয়ে গত চারদিন আগে শরীর ঝলসে গিয়েছিল রাউজানের নুসরাত জাহান মেহের নামে এক শিশুর। গুরুতর আহত নুসরাতকে ঘটনার পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করালে গত বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুরকোলে ঢলে পড়েছে সে। নিহত শিশু নুসরাত মেহের রাউজান উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাগতিয়া গ্রামের মজিদা পাড়া এলাকার বড় বাড়ির প্রবাসী মনির হোসেনের কন্যা। জানা যায়, গত সোমবার বেলা ১১টায় গাছের শুকনো পাতায় আগুন লাগিয়ে খেলছিল শিশুটি।হঠাৎ করে পরনের কাপড়ে আগুন ধরে গেলে তার শরীর দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকায়। সেখানেই তার মৃত্যু হয়।