আগুনে পুড়ে গেছে মার্শাল আইল্যান্ডসের পার্লামেন্ট ভবন

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ মার্শাল আইল্যান্ডসের জাতীয় পার্লামেন্ট আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে, জানিয়েছেন দমকল ও পুলিশ কর্মকর্তারা। খবর বিডিনিউজের।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে নিতিজেলা নামে পরিচিত পার্লামেন্ট ভবনটিতে আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণে আসার আগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মার্শাল আইল্যান্ডসের দমকল পরিষেবা এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে জানায়, পার্লামেন্ট ভবনের অর্ধেক আগুনে পুড়ে গেছে। ভবনটির বাকি অর্ধেকও আর ব্যবহার করা যাবে না বলে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। পার্লামেন্টটি ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান, আগুন লাগার পর একটি ফায়ার ট্রাক এসে নেভানোর কাজ শুরু করে।

হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জটি প্রায় ২৯টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। দেশটির লোকসংখ্যা প্রায় ৪২ হাজার, যাদের অর্ধেক রাজধানী মাজুরোতে বসবাস করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মুক্ত সম্পর্কের চুক্তিতে আবদ্ধ দেশটি সামরিক প্রবেশাধিকারের বিনিময়ে ওয়াশিংটন থেকে অর্থনৈতিক সহযোগিতা পেয়ে থাকে।

দেশটি তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে। পার্লামেন্ট ভবনে আগুন লাগা প্রসঙ্গে মন্তব্যের অনুরোধে দেশটির প্রেসিডেন্ট হিলদা হাইনের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন, মোদীসহ বিশ্বের ২০ নেতা
পরবর্তী নিবন্ধট্রাম্প-লি’র বৈঠকের পর ১০৩টি বোয়িং ক্রয়ের ঘোষণা সিউলের