আগুনে পুড়ল ১১টি পরিত্যক্ত বাস

অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নগরীর কর্ণেলহাট এলাকায় বাগদাদ এক্সপ্রেসের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি পরিত্যক্ত বাস পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ দৈনিক আজাদীকে বলেন, ‘কর্ণেল হাট এলাকার বাগদাদ এক্সপ্রেস নামের একটি পরিবহন সেবা প্রদানকারী সংস্থার গ্যারেজে আগুনে পুড়েছে ১১টি পরিত্যক্ত বাস। তম্মধ্যে ৯টি বেশি পুড়লেও দুইটি কিছুটা কম পুড়ছে। দুপুর দেড়টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে দুই স্টেশনের ৫টি গাড়ি অংশ নেয়।’ তবে আগুন লাগার উৎসের কিংবা কারণ সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা। তাছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। নিয়ম অনুযায়ী ঘটনাটি তদন্ত করতে কমিটি গঠন করা হবে। গ্যারেজটিতে কোন গাড়ি মেরামত করা হয় কিনা, কিংবা কেউ কোন কিছু ওয়েল্ডিং করেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির বহুতল ভবন ভাঙার কাজ বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধইয়াং গ্লোবাল লিডারদের তালিকায় মাশরাফি