আগুনের পাঠ

মুন্সী আবু বকর | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

আগুন ছিল প্রথম শিক্ষক

শিখিয়েছিল জ্বালাতে, পোড়াতে নয়।

তার উষ্ণ আলোয় মানুষ দেখেছিল

অন্ধকারের সীমানা কোথায়।

তখন হাত শিখেছিল সৃষ্টির ভঙ্গি,

পাথরে পাথর ঘষে জন্মেছিল জীবন।

কিন্তু লোভের ধোঁয়ায় ঢেকে গেল দৃষ্টি,

মানুষ ভুলে গেল নিজেরই সঙ্গীতের বচন।

আজ আগুন তারই বুক থেকে হাসে,

ধোঁয়া ঢেকে রাখে চেনা মুখের আয়না।

মানুষ আগুনের মুখোমুখি দাঁড়িয়ে এখন

নিজের মুখই চিনতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধমন হোক শুদ্ধ
পরবর্তী নিবন্ধহৃদয়ে ধরা দিবে সোনালি বিশ্বাস