আগামী ২ অক্টোবর বলয়গ্রাস সূর্যগ্রহণ

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৫৮ পূর্বাহ্ণ

আগামী ২ অক্টোবর বুধবার বলয়গ্রাস সূর্য গ্রহণ ঘটবে। গত বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে পলিনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং জর্জিয়া অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে।

পূর্ববর্তী নিবন্ধরোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জ্ঞান আহরণ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা