আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি, নেপথ্যে কী?

| মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ১:০৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির কিছু অংশ থেকে সহিংসতা সৃষ্টির আশঙ্কা করছে পুলিশ। ১১ দিনের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পুলিশের বিশেষ শাখার (এসবি) পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে অনলাইন-অফলাইনে উসকানিমূলক কর্মকাণ্ড এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে।

এ কারণে ডিএমপি, সিটি এসবি, বিভাগীয় পুলিশ ও সব জেলা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এসবি। বিশেষ নজরদারির আওতায় এসেছে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন, রাজনৈতিক কর্মসূচি ও সাইবার প্ল্যাটফর্ম।

চিঠিতে আরও বলা হয়, “ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, উসকানি ও বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে।” তাই পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর।

পূর্ববর্তী নিবন্ধজেলে ছদ্মবেশে মাদক পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে ভেসে এলো আরও একটি লাশ! অরিত্র কবে ফিরবে ?