আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির আশা বাইডেনের

| বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে কাতারে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে তাতে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে এবং আগামী সোমবার নাগাদ একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন যু্‌ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার নিউ ইয়র্ক সফরের সময় বাইডেন সাংবাদিকদের একথা বলেন বলে জানায় বিবিসি। বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন আমরা খুব কাছে পৌঁছে গেছি। আমরা খুবই কাছে। খবর বিডিনিউজের।

যদিও এখনও চুক্তি হয়নি। আমি আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতি চুক্তি করতে পারব। গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২শ’র বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রায় আড়াইশ মানুষকে। সেদিন থেকেই তীব্র আক্রোশ গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

যে হামলা এখনো চলছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুঁই ছুঁই। গাজায় হামলায় নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী মিত্র এবং সমর্থক যুক্তরাষ্ট্র। দেশটি গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। গত বছর নভেম্বরে গাজা যুদ্ধে এক সপ্তাহের যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। যে সময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি দুই শতাধিক ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে হামাস শতাধিক জিম্মিকে মুক্তি দেয়। তবে এখনো হামাসের হাতে শতাধিক ইসরায়েলি জিম্মি বন্দি রয়েছে বলে ধারণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গল অভিযানের সম্ভাবনা বাড়াল মহাকাশে প্রথম রোবট সার্জারি
পরবর্তী নিবন্ধজালিয়াতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করলেন ট্রাম্প