আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বিএনপির ত্যাগের ফসল হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের নেত্রীর ত্যাগ, আমাদের ত্যাগের ফসল হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। ফসলটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া।
তিনি গত শুক্রবার সন্ধ্যায় নগরীর পোর্ট রিপাবলিক ক্লাবে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনের আওতাধীন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সমন্বয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগর স্বেছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল খসরু।
আমীর খসরু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেভাবে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ত্যাগ স্বীকার করেছি, মৃত্যুবরণ করেছি, গুম হয়েছি, খুন হয়েছি। আমাদের নেত্রী আপোষ করেননি। জেলখানায় থেকে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছে। আমাদের এখন থেকে ১২ তারিখ পর্যন্ত সেই ত্যাগ অব্যাহত রাখতে হবে।
ইসরাফিল খসরু বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান, উই হ্যাভ এ প্লান। আমাদের নেতার প্লান হচ্ছে ৩১ দফা। এটি দীর্ঘদিনের গবেষণা এবং দেশের তৃণমূল পর্যায়ের মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের নেতা দশের প্রতিটি পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং ‘স্বাস্থ্য কার্ড’ প্রবর্তনের কথা বলেছেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভুঁইয়া, সদস্য সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, মোঃ মোখলেছুর রহমান, রাসেল খাঁন, ইমরান চৌধুরী বাবলু, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, মোঃ ইসকান্দর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান শুভ, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওসমান।








