আগামী মাসেই জঙ্গল সলিমপুরে বার্ডস পার্কের কাজ শুরু হবে

পরিদর্শনকালে জেলা প্রশাসক

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

আগামী মাসেই জঙ্গল সলিমপুরে উদ্ধার হওয়া জায়গায় নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্কের কাজ শুরু হবে। গতকাল রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগরে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর এখানে জায়গা চাইছে। এছাড়াও আমাদের পরিকল্পনায় এখানে একটি সাফারি পার্ক, খেলার মাঠ, বার্ডস পার্ক ইত্যাদি নির্মাণের করার চিন্তাভাবনা চলছে। এখানে যে সমস্ত ভূমিহীন ও গৃহহীন মানুষ আছে তাদের বিষয়ে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। এছাড়াও যারা অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় এলাকাবাসীর কাছে সহযোগিতা চাওয়া হলে তারা সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসনের নেতৃত্বে পর্যায়ক্রমে জঙ্গল সলিমপুর এলাকার অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত : তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধপোড়া তেলে ভাসছে মাছি তেলাপোকা