সৌদি আরব আগামী বছর থেকে তাদের কয়েকটি শহর ও নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশিদের জমি, বাড়ি, ফ্ল্যাটসহ স্থাবর সম্পত্তি কেনার সুযোগ দিতে যাচ্ছে। সমপ্রতি দেশটিতে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ। খবর বিডিনিউজের।
এই পদক্ষেপের মাধ্যমে উপসাগরীয় দেশটি তাদের অর্থনীতি উন্মুক্ত এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই আইনে বিদেশি নাগরিক ও কোম্পানি, এমনকি দেশটিতে যারা প্রবাসজীবন কাটাচ্ছেন তারাও সৌদি আরবে জমি–ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এজন্য সৌদি নাগরিকত্বের প্রয়োজন হবে না। তবে দেশটির সব জায়গায় স্থাবর সম্পত্তি কেনার এ সুযোগ দেওয়া হবে না। রিয়াদ, জেদ্দা এবং আরও কিছু এলাকায় এ সুযোগ মিলবে। সব স্থানের নাম এখনও ঠিক হয়নি। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ থাকবে।