আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার দায়িত্ব সকলের

রেল পরিবার সুহৃদ সংসদের চিত্রাংকন প্রতিযোগিতা

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আগামী প্রজন্মের শিশুকিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ সচেতন মহলের দায়িত্ব ও কর্তব্য। বর্তমান প্রজন্ম যখন ইন্টারনেট সেবায় আসক্তি হয়ে শিক্ষা অমনোযোগী হয়ে পড়েছে তাদের নৈতিকতার অবনতি ঘটছে। তাই এই প্রজন্মকে সুশিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিল্প সাংস্কৃতি মুখী করে তুলতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রেল পরিবার সুহৃদ সংসদের উদ্যোগে রেলওয়ে এলাকায় স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান এ আহবান জানান। পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে পাবলিক স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, রিজুয়ানুর রহমান খান, মোহাম্মদ আমির হোসেন, ফেরদৌস খান, .কে.এম আইয়ুব, জাহিদা পারভিন আন্না, আবদুল হান্নান হীরা, মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, স্বরূপ চক্রবর্তী, মোহাম্মদ মাসুম নূর, শামীম আরা আক্তার জাহান, মিতা ভট্টাচার্য্য। আগামী ২৩ ডিসেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতার ফলাফল বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের কার্যালয়ে পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধআরিফুল হক জাবেদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের প্রতিনিধি সভা