কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম বিস্তরণ ও বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ও অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দিদারুল আলম এম পি। প্রধান অতিথি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী প্রজন্মকে দক্ষ যোগ্যতাসম্পন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন বৈশ্বিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা এখন সময়ের দাবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশ আমাদের জীবন প্রণালীতে যে পরিবর্তন আসছে তার জন্য আমাদের এখনই প্রস্তুত হতে হবে।
এরপর বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি। নির্মান কাজে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার বস্তা সিমেন্ট প্রদান করার ঘোষণা দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি লুৎফুন নেছার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য গিয়াস উদ্দীন, হায়দার আলী. শিক্ষক প্রতিনিধি অসিত দাশ পুলক। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহ–প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর, অভিভাবক সদস্য বাবুল আলম, উর্মি আক্তার, শিক্ষক প্রতিনিধি মকছুদুল করিম, মিনু রানী দেবী। প্রেস বিজ্ঞপ্তি।