লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেছেন, দূষিত সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে সুন্দর ক্যারিয়ার গঠনের কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পবিবর্তনে হাল ধরতে হবে। তিনি গতকাল শনিবার সুয়াবিলের একটি কমিউনিটি সেন্টারে ইউয়ুথ ওয়েব সোসাইটি নাজিরহাট জোনের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন নাসিহাহ্ একাডেমীর চেয়ারম্যান শরীফ উদ্দিন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ইউয়ুথ ওয়েব সোসাইটি জেলার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন জয়, মাওলানা আলী হোসেন প্রমুখ। পরে ১৬০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।