আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে ফজলে করিম চৌধুরী এমপি

| মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা প্রশাসন : রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম,ত্যাগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে এই প্রজন্মেও শিশু কিশোরদের জানাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন “জাতীয় শিশু দিবস” উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তির উৎসব ও মুক্তিযোদ্ধা সমাবেশে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা অনুষ্ঠানে তিনি সকলের প্রতি এই আহ্বান জানান।
এদিন উপজেলা পরিষদ পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয় উন্নয়ন মেলা। অন্যান্য কর্মসূচিতে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন ও দোয়া মাহফিল, শিশু কিশোর মেলা, আলোচনা সভা। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি হাসিনা মহিউদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির ও অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি। সাধারণ সস্পাদক কাউন্সিলর নিলু নাগের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন আনিসুর রহমান লিপন, কাউন্সিলর আনজুম আরা বেগম, শওকত হোসেন, সুমন সেন, মামুনুর রশীদ মামুন, জেকব ডাইস, নারায়ণ দাশ, আবদুল নূর মনু, রিপা সরকার, মোস্তাফিজুর রহমান বিল্পব, আমির হোসেন, হাসিনা আক্তার টুনু, জেনিফার আলম, আয়শা আলম, শিরিন আক্তার শিল্পী, মালেকা বেগম, শাহিন ফেরদৌস, লিটন মহানজন প্রমুখ।
দোহাজারী সড়ক বিভাগ : দোহাজারী সড়ক বিভাগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৭ মার্চ সকালে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ রাফিজ বিন মনজুর। কার্যসহকারী আবদুন নুরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মোক্তাদের মাওলা, নুরুল হক, শ্যামল জ্যোতি চাকমা, আহমদুল হক প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আবদুল আউয়াল ছিদ্দিকী।
উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় : হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ১৭ মার্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নুর খান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুজিবুর দৌল্লাহ চৌধুরী,নাছিমা আক্তার, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ উল্লাহ,সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, আবদুল মান্নান প্রমুখ। শিক্ষক মোহাম্মদ রহমত উল্লাহর সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুর সবুর। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ডাউন সিনড্রোম দিবসের সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনাভাইরাসে নতুন ২ জন আক্রান্ত