পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঈদ পুনর্মিলনী সভা সংগঠনের সভাপতি শাহেদুল ইসলাম খান সোহেলের সভাপতিত্বে পাচুরিয়া হলরুমে গত ১৮ মে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা। তিনি বলেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সদস্য এস এম দিদারুল হক জসীম, সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন, সিদ্ধার্থ বড়ুয়া ও আব্দুর শুক্কুর।বক্তব্য রাখেন তানভীর আলম বাপ্পী, এমদাদুল হক, মো. বাবুল, জুনাইদুল ইসলাম, সায়মন, মো. আশিক, আয়মন ও আশরাফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।