বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম–৯ বাণিজ্যিক রাজধানীর মর্যাদাসম্পন্ন একটি আসন। এই আসনের ভোটারদেরকেও আমরা রাজধানীর ভোটারদের ন্যায় মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা এই আসনের ভোটার তারা রাজধানীর ভোটারদের মর্যাদায় সকল সুযোগ–সুবিধা পাবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, নির্বাচনের দিন আপনারা সকালে সকালে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে অতীতের ন্যায় আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে। যারা বিগত দিনে আমাদের দলের ভিতরে থেকে ষড়যন্ত্র করেছে তাদের ব্যাপারেও আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র কোরআন তেলোয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনায় এবং দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণে একটি মাইলফলক। গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের কাঙ্খিত সরকার প্রতিষ্ঠা করতে আমরা ভোটযুদ্ধে নেমেছি। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিব। সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার শুরু হয়ে গেছে। জনগণ তাদের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম–৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো–অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সিহাব উদ্দিন মোবিন, সদস্য নুরুল আলম রাজু, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, মো. মহসিন, একে খান, মাহবুব রানা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শোয়েব রিয়াদ প্রমুখ।












