আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে হবে

পতেঙ্গা থানা ছাত্রশিবির সমাবেশ

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের সংগ্রামের পথ দেখায়। আগামী জাতীয় নির্বাচনে দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পতেঙ্গা থানা শাখার উদ্যোগে সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গত বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

সমাবেশে শিবিরের দায়িত্বশীল ওয়াজউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতেঙ্গা থানা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ সেলিম।

সমাবেশে আরো বক্তব্য দেন, পতেঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি আবু রায়হান, হানিফ মোল্লা, নিলয় খান শাহীন, আব্দুল মুনতাকিম, সাইদুল ইসলাম, নিশাদ আলম, আবরারুল হক, শামীম আহমদ নিয়াজ, মুহাম্মদ মুরাদ, আসরারুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশা ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধশুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলে হবে না, তাদের দেশে ধরে রাখতে হবে