আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

মতবিনিময় সভায় নোমান আল মাহমুদ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে সদ্য বিজয়ী আওয়ামী লীগের নৌকা প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সাথে চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর কাজির দেউরি জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৮ আসনের নবনির্বাচিত সংসদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা আখতার উদ্দীন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার আবদুল লতিফ, মোহাম্মদ শফিউল আলম তালুকদার, মোহাম্মদ এনাম উদ্দীন তালুকদার, ইলিয়াছ জাফর, ইসমাইল খান, আমিন খান, আবু বক্কর, মোহাম্মদ মহিউদ্দিন, আকবর আলী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন, ব্যক্তিগত রেষারেষিতে দীর্ঘদিন ধরে ইউনিয়ন কমিটি স্থানীয় ওয়ার্ড পর্যায়ে নেতাদের সঙ্গে আলোচনা না করেই অনুপ্রবেশকারীদের যোগদান, ত্যাগী নেতাদের ওপর হামলা ও বিরোধী মতের ও অনুপ্রবেশকারীদের বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অতি উৎসাহী কিছু নেতার বিতর্কিত কর্মকান্ডে দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃণমূলে দলকে শক্তিশালী ও গতিশীল করে চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, নেতা হতে হবে দলের নিয়মশৃঙ্খলা মেনে। নেতা হবেন ত্যাগী কর্মীরা। যারা দলের দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছেন। বসন্তের কোকিলদের দুঃসময় এলে তাদের হাজার ভোল্টের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ে র‌্যাবের অভিযান ছলে বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিনোদন কেন্দ্র গড়ে না ওঠার আক্ষেপ