আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের বিকল্প নেই

স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভায় বক্তারা

আজাদী ডেস্ক  | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা হয়েছিল। যোগ্য নেতৃত্ব, সফল নেত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের বিকল্প নেই। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রাক্তন উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, এড: মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, এড. জহির উদ্দিন, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, খোরশেদ আলম, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ডা: তিমির বরণ চৌধুরী, আইয়ুব আলী, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান শিবলী, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, চেয়ারম্যান নাসির আহমদ, হায়দার আলী রনি, আ ম ম টিপু সুলতান চৌধুরী, এম এ মারেক, নাছির উদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম, শামীমা হারুন লুবনা প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব ইতিহাসে স্থান করে নিতে পেরেছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বিকেলে সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, মহিউদ্দিন রাশেদ, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আ স ম ইয়াছিন মাহমুদ, আবুল বশর, ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাছান জামিল, মো. সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মনজুর মোর্শেদ ফিরোজ, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত প্রমুখ।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, . আবু সাদাত মুহাম্মদ সায়েম, প্রকৌশলী মো. মকবুল হোসেন, মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

বাঁশখালী আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানায়, বাঁশখালী আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সভাপতিত্বে ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন চৌধুরী খোকা, শ্যামল কান্তি দাশ, ...শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, মো. কফিল উদ্দীন, কায়েশ সরওয়ার সুমন, মোহাম্মদ ইয়াছিন, মো. ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা সুধীর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ পৃথক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্র সংসদের ভিপি শহিদুল ইসলাম সোহেলের সভাপত্বিতে এবং এজিএস রহমত উল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র সংসদের কোষাধ্যক্ষ শিক্ষক নুরুল মোমেন। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নঈম উদ্দিন তালুকদার বাবলা, প্রোভিপি আরিফ উদ্দিন বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, অনুজিৎ দে, কাইছার আলম নাবিল, মো. রিয়াজ প্রমুখ।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়ার উদ্যোগে কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের নেতৃত্বে পটিয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্টিত হয়েছে। গতকাল বর্ণাঢ্য র‌্যালিটি চট্টগ্রামকক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন ডি.এম. জমির উদ্দিন, আবু ছৈয়দ লালু, নোমান সরওয়ার দুলাল, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মোঃ মমতাজ, দেলোয়ার হোসেন, হাসান শরীফ, ইকবাল হোসেন প্রমুখ।

যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসকল কর্মসূচির মধ্যে ছিল নগরীর প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। পরে চট্টগ্রাম প্রেসক্লাব সংলগ্ন পিডিবি জামে মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয়। যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেনহাবিব উল্লাহ নাহিদ, আসহাব রসূল চৌধুরী জাহেদ, আছিফুর রহমান মুন্না, ফারুকুল ইসলাম অঙ্কুর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, কাজী রাজেশ ইমরান প্রমুখ।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মানুষের ভালবাসায় সিক্ত বঙ্গবন্ধুকন্যা সেদিন কথা দিয়েছিলেন বাংলার মানুষের ভালবাসার প্রতিদান দেবেন। এদেশটিকে বিশ্বের দরবারে মর্যদার আসনে বসাবেন। তিনি তার কথা রেখেছেন। তার সুযোগ্য নেতৃত্ব আজ বিশ্ববাসীর কাছে প্রশংসিত। গতকাল রাউজান দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সি.সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহদুর, বশির উদ্দিন খান প্রমুখ।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। গতকাল বুধবার বিকেলে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল হক জহুরের নেতৃত্বে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট থেকে র‌্যালীটি বের হয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের বাদামতল পর্যন্ত প্রদক্ষিণ করে। র‌্যালিতে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বোয়ালখালী, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলা যুবলীগের কয়েক হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মো. মুর্তজা কামাল চৌধুরী, মো. তৌহিদুল আলম, মো. শহিদুল ইসলাম, মো. আকতার হোসাইন, . নাসির উদ্দীন, এড. শাহাদাত কবির বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ প্রমুখ।

কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিভিন্ন মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হাশেম শাহ, মো. আলী হায়দার, আনোয়ার হোসেন বাবু, আব্দুল মতিন, হোসেন মাস্টার, আবুল কালাম, সাদেক হোসেন, উমর ফারুক, কলমধর খান, জহিরুল ইসলাম, জামিল দেওয়ান, প্রিয়লাল মজুমদার, খালেদ মোশারফ রকেট, ইসহাক মিয়া, জাবেদ খান, নাছির উদ্দীন, আনোয়ার হোসেন আনু প্রমুখ।

পুরাতন রেলওয়ে স্টেশন: জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্টেশন রোড, নিউমার্কেট, দারুল ফজল মার্কেট, আমতলা চত্বর প্রদক্ষিণ শেষে মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বেও নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জামিল আহমেদ মিলন, রঞ্জিত কুমার শীল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্দর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস আমিরাতের
পরবর্তী নিবন্ধ‘দার্শনিক কান্টের বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমন্বয় সাধন’ বিষয়ে সেমিনার