চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভ করতে হবে। এই চট্টগ্রাম থেকেই আগামী নির্বাচনে বিজয়ের সূচনা করতে হবে। এই চট্টগ্রাম থেকেই আমরা বিজয় কেতন উড়াবো।
আজ ২৮ জুন দুপুরে দক্ষিণ পতেঙ্গা বাটার ফ্লাই পার্কে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, আওয়ামী লীগ ভোগ বিলাসের দল নয়। আমাদের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। দলকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন- ব্যাপাক সাফল্য তা জনগণের দৌরগৌড়ায় পৌঁছে দিতে হবে।সংগঠনকে শক্তিশালী করে জনগণের মন জয় করতে হবে।
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর আলহাজ্ব সালেহ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পতেঙ্গা থানা সংগঠনিক টিমের সমন্বয়ক চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমেদ।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকে সম্মেলনের অনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা দেড়টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। বিকাল আড়াই থেকে কাউন্সিলরদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন শুরু হয়।