লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপির পটিয়া সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে। নির্বাচন আসলে দেখা যায় ব্যাংক লুটপাট করে, ডাকাতি করে, অবৈধ টাকা ইনকাম করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে নমিনেশন নিয়ে আসলেন, প্রতীক নিয়ে আসলেন। গত ২৬ ডিসেম্বর রাতে পটিয়া উপজেলা চরকানায় সফরআলী মুন্সির হাট এলাকায় আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের উদ্যোগে ঈমানী সন্মেলন ও সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী মো. মনছুুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সালাতু সালাম মাহফিলে প্রধান মেহমান হিসেবে তকরির পেশ করেন আগ্রাবাদের পীর সাহেব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন আল্লামা মুফতি রেজাউল কাওসার, বিশেষ মেহমান হিসেবে তকরির পেশ করেন আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা হারুনুর রশিদ, হাফেজ ক্বারী ফরিদুল আলম। মাহফিলের উদ্ধোধক ছিলেন চাকতাই আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল আলম সওদাগর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. কাউছার, ব্যবসায়ী মো. ইলিয়াস, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মধু, ইকবাল হোসেন, সেকান্দর হোসেন নয়ন, দিদার সওদাগর, ফোরকান সওদাগর, সাইফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












