চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকে বৃহত্তর চট্টগ্রামের ১৬টি আসনে নির্বাচনের জন্য দলকে তৃণমূল সুসংগঠিত করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রিয় নেতা জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি চট্টগ্রামে চমক দেখাবে। তিনি গত ১৫ এপ্রিল চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি আলোচনা সভায় এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি নজরুল ইসলামের সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শায়েস্তা খান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন আকবর চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা সভাপতি লায়ন মহিন উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা সভাপতি আবসার উদ্দিন, মীরসরাই উপজেলা সভাপতি এরশাদ উল্লাহ, চট্টগ্রাম জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, রাউজান উপজেলা নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন খোরশেদ চৌধুরী, উত্তর জেলার যুব সংহতির সাধারণ সম্পাদক মুছা তালুকদার, ছাত্র সমাজের সভাপতি সাকিবুল হাসান জিসান প্রমুখ।












