অতীতের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আওয়ামী লীগের বিকল্প যাতে বিএনপি-জামায়াত না হয় সেজন্য তিনি ১৪ দলের নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং তাদের নিজ নিজ দলকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন। খবর বাংলানিউজের।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলের প্রধান শেখ হাসিনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে ১৪ দল নেতারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামপ্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যবস্থাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের জোর পদক্ষেপ দাবি করেন। আগামীতে সমপ্রদায়িক শক্তি আরও তৎপর হয়ে উঠতে পারে বলেও তারা সতর্ক করেছেন।
বৈঠকে উপস্থিত ১৪ দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জানিয়েছেন, গত তিনটি নির্বাচনের মতো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ তার জোট ১৪ দলের শরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহণ করবে। অসামপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতেই ১৪ দল ঐক্যবদ্ধ ভাবে এ নির্বাচনে যাবে।