আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’ : খসরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:০৫ পূর্বাহ্ণ

বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ ‘রেইনবো নেশন’এর হবে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশনেত্রী, মৃত্যুঞ্জয়ী, মহীয়সী বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে বলে গেছেন ‘বাংলাদেশ হবে রেইনবো নেশন’। সব রং মিলে রেইনবো, রংধনু হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী। সেটা বিএনপি’র স্লোগানের একটি বড় অংশ। আমরা লিবারেল ডেমোক্রেসী’তে বিশ্বাস করি। এই রেইবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, সংস্কৃতি হবে যার যার, কিন্তু দেশ হবে সকলের। এই রেইনবো নেশনে ইতিহাস হবে যার যার, ভাষা হবে যার যার, কিন্তু দেশ হবে সবার। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীলপূর্ণ বাংলাদেশ দেখতে চাই।

তিনি গতকাল শুক্রবার দুপুরে নগরের প্যারেড মাঠে ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন এবং ভাবনা ধারণ করে দেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি তার আদর্শ রেখে গেছেন। এই দেশ অনেক অশান্তির মধ্যে অতিক্রম করেছে। আগামীতে রেইনবো নেশন’র মাধ্যমে সকলে এক জায়গায় এসে একটি দেশ গড়তে চাই।

খসরু বলেন, মানবসেবা করা, শান্তি বিস্তার করা, বড়ছোট সকলের প্রতি মনোযোগী হওয়া, সকলের দুঃখে দুঃখী হওয়া ও সুখে সুখী হওয়া; এসব ধর্মের বাণী। কিন্তু হওয়ার কথা ছিল রাজনীতিরও বাণী। কিন্তু রাজনীতি অনেক দূরে সরে গেছে। শান্তির বাণীতে রাজনীতি নেই। একে অপরের প্রতি শ্রদ্ধা থেকে আমরা সরে গেছি। অপরের সাথে দ্বিমত করেও শ্রদ্ধা জ্ঞাপন আমরা ভুলে গেছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এটাকে আমরা ধারণ করার চেষ্টা করছি। এটাকে আমরা বাস্তবায়নের চেষ্ট করছি।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে চাই। আমরা বাংলাদেশের শান্তি দেখতে চাই। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখতে চাই। একে অপরের প্রতি যেন সহবস্থানে থাকতে পারি। সব বিবেচনায় নিয়ে আমাদের পক্ষ থেকে দেশনেত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ হবে রেইনবো নেশন’।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজিত চট্টগ্রাম প্যারেড কর্ণারে ভদন্ত বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির। ভদন্ত বোধিমিত্র মহাস্থবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি নেতা রুবেল বড়ুয়া, সহ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা কমল জ্যোতি বড়ুয়া, নন্দন বড়ুয়া সাজু, প্রিতম বড়ুয়া ডালিম, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া রুপু, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, কল্লোল বড়ুয়া, জুয়েল বড়ুয়া, মহিরাজ বড়ুয়া। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশ্রী মহাথেরো।

পূর্ববর্তী নিবন্ধচবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, বাকি কেবল বিএনপি-জামায়াত