বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবে আগামীর স্বপ্নের সারথী।
তিনি আরো বলেন, সরকার শিক্ষা খাতে সবোর্চ্চ বরাদ্দ দিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে। বাঁশখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের লেখাপড়ায় কোন ভোগান্তি না হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড আ.ন.ম শাহাদত আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক খোকন করের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, লুৎফুন্নেছা খানম, আলহাজ্ব আজিজুল হক, মোহাম্মদ ইউছুফ, আ.ন.ম ফরহাদুল আলম,খোকন চক্রবর্তী,রফিকুল আলম,জাহাঙ্গীর আলম, শোভা রানী ধর, আবুল আবুল কালাম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।