আগামীর বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না : সারজিস

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দলের নাম কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে নতুন কিছু আসছে।

দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, তার কথার সাথে কাজের মিল আছে কিনাএই জিনিসগুলো দেখে বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দেবে।

গতকাল সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ, একটা ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড পাওয়ার জন্য বা যে কোন কাজের তার কাছে যান না কেন, কাজ হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেয়া যাবে না। খবর বাসসের।

তিনি বলেন, একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন, তাহলে বাকী পাঁচ বছরে সে আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ আর কোন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রীকে দেয়া যাবে না। আমরা আপনাদের অনেকের ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো, অনেকের নাতির মতো। আমরা কোন ভুল করলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন। আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে সব সময় প্রস্তুত। কিন্তু আপনারা এইটুকু নিশ্চিত করবেন, এখন থেকে আর কোন দলের, কোন মার্কার অন্ধ ভক্ত হবো না। পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুচ্ছালাম ঈছাপুরী (রহ.) ৪১ তম বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আওয়ামী লীগ নেতা আটক