রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, গত ১৯৯৬ সাল থেকে রাউজানবাসীর সেবক হিসাবে কাজ করছি। আগামী সংসদ নির্বাচনে আবারো রাউজানবাসী সমর্থন দিলে সেবক হিসাবে কাজ করে যাবো। গতকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাউজান উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নে মোহাম্মদপুর মহিউল উলুম মাদ্রাসা মাঠে সরকার প্রদত্ত ভাতাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এই একথা বলেন।
১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে আমি রাউজানের প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছি। ৯৬ সালের সংসদ নির্বাচনের সময়ে আমি রাউজানবাসীকে ওয়াদা দিয়েছিলাম–রাউজানকে সন্ত্রাসমুক্ত করবো, অবেহলিত রাউজানের উন্নয়নে কাজ করবো। ২০০১ সালের সংসদ নির্বাচন, ২০০৯ সাল, ২০১৪ সাল, ২০১৮ সালের সংসদ নির্বাচনে পর পর চার বার রাউজানবাসী আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাউজানকে সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত করতে সক্ষম হয়েছি। রাউজানের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, ব্রিজ, কালভাট নির্মাণ করেছি। বর্তমান সরকারের শাসন আমলে রাউজানে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে তা আর কোনো সরকারের শাসন আমলে হয়নি। আগামী সংসদ নির্বাচনে রাউজানের সাধারণ মানুষ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে রাউজানের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। রাউজান সদর ইউনিয়ন পরিষদ ও আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। রাউজান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, আবু বক্কর, হাশেম চৌধুরী, সোলাইমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, জ্ঞান নন্দ থেরো, সাধন কুমার বড়ুয়া, অপুর্ব কুমার ভট্টচার্য্য প্রমুখ।