বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক শ্রতিনিধি সমাবেশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এই সমাবেশ হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রত্যেক প্রার্থীকে জয়ী করতে এখন থেকে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব। সমন্বয় পরিষদের সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ ও সহসভাপতি শফর আলী। উপস্থিত ছিলেন অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সাদেকুর রহমান, সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস, মো. আলমগীর, হারুনুর রশিদ, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।