আগামীকাল বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আবদুল মান্নান রানার একক সংগীতানুষ্ঠান

| বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

আগামীকাল বৃহস্পতিবার রাত ৯.২৫টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ১৫ বছর পর প্রচারিত হবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানার একক সংগীতানুষ্ঠান ‘প্রিয় শিল্পীর গান’। অনুষ্ঠানটির প্রযোজনা করছেন রোমানা শারমিন। আবদুল মান্নান রানা ১৯৭৪ সালে বাংলাদেশ বেতার ও ১৯৭৫ সালে টেলিভিশনে তালিকাভুক্ত সর্বোচ্চ মানের জনপ্রিয় শিল্পী। আবদুল মান্নান রানা’র অন্যতম অ্যালবাম ‘যেখানে যাও ভালো থেকো’, এটিএন মিউজিক থেকে প্রকাশিত ‘ডায়রী’, লেজার ভিশনের ‘দেশের জন্য’ ও ‘তুমি প্রেম দিয়ে পোড়ালে’সহ প্রায় ৮টি অ্যালবাম বেরিয়েছে। প্রয়াত সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই ছবির ‘চিঠি এলো জেলখানাতে, চাঁদনী ছবির ‘কতদিন পরে দেখা হলো দুজনাতে, ‘মাগো আমার মাথা ছুঁয়ে দোয়া করে দাও, এরকম অনেক জনপ্রিয় কালজয়ী গানে কন্ঠ দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন, যা বললেন দীপ্তি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২২.৮৯ কোটি টাকা