আগামীকাল বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান

প্রস্তুতিসভায় আবুল হাশেম বক্কর

| শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বিদ্যুতের লোডশেডিংকে যারা জাদুঘরে পাঠানোর দম্ভোক্তি করেছিলেন, এখন তারা জনগণের সামনে মুখ দেখান কী করে? উন্নয়নের নামে জনগণের টাকার যথেচ্ছ ব্যবহার করে এই সরকার লুটপাটের একটি মহাকাব্য রচনা করেছে, যা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে।
গতকাল বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। আগামীকাল শনিবার বিকাল ৩টায় নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
সভায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সরকার দলীয় ব্যবসায়ীদের মুনাফার জন্য চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ‘ইনডেমনিটি আইন তৈরি’ করে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাট করা হয়েছে।
মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মাহবুব আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দীন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী ওয়ার্ডে এডিস মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুরু
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার হাতে দেশের সকল জনগণ নিরাপদ