আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

আগামীকাল মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এ গ্রহণ দেখা যাবে। নাসা জানিয়েছে, তিন বছর পর আবার এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। যেখানে সূর্য, চাঁদ আর পৃথিবী আসবে একই সরলরেখায়। সূর্যের আলোকে আড়াল করে চাঁদ আর সূর্যের মাঝে চলে আসবে পৃথিবী। ফলে পৃথিবীর ছায়া পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদকে। আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই বিরল ঘটনা দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশে।

গ্রহণ শুরু হবে এ দিন বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকাল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

বাংলাদেশে বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকাল ৫টা ৫ মিনিট থকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

নাসা জানিয়েছে, আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হবে দেড় বছর পর। ২০২৫ সালের মার্চ মাসে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে পাকিস্তান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল ২০২২ সংসদে উত্থাপন