আগামীকাল কী হবে কেউ জানে না

মিতা দাশ | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

করোনা মহামারি অনেকটা চলে যাওয়ার সাথে সাথে মানুষের মধ্য থেকে অনেক ভালো কিছু বিষয়ও নিয়ে গেছে। একে একে মানুষের মন থেকে সততা, নৈতিকতা, বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, বিনয়, মানবিকতা ও মূল্যবোধ সবকিছুই নিয়ে চলে গেছে। আজ মিথ্যার কবলে সত্য পরাজিত। ভালো কাজের মূল্যায়ন খারাপ কাজের কাছে নতজানু। বড়দের সম্মান ছোটদের কাছে পদধুলিত। সন্তানের হুমকির কাছে বাবা মায়ের শাসন পরাস্ত। কিভাবে এগিয়ে চলবে সমাজ? আগের সেই ভদ্রতা, নিয়ম কানুন মেনে চলা সব আজ ধুলিসাৎ। কেমন যেন একটা ছোট্ট যন্ত্র- মোবাইল ফোন নিয়ে সবাই আসক্ত। এটার ব্যবহার করে সকলের বিবেক, বুদ্ধি, ভালো আচরণ সব যেন লোপ পেয়ে গেছে। আসুন ঘরে বাইরে সবাই খুব সাধারণ ভাবে চলার পথে সঠিক দিক নির্দেশনা নিজে মেনে চলি,অপরকেও মানতে শেখায়। সকলের সাথে ভালো ব্যবহার করি, আবার ভালো আচরণ করতে শেখায়। তবেই হয়তো সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। অন্যের দোষ না ধরে, ভুল গুলো খুঁজে বের না করে বরং ভুল শুধরে দিতে চেষ্টা করি। সকলের উপকার করতে না পারলেও কারো ক্ষতি যেন না করি। সময়ের চাকা ঘূর্ণায়মান, যে কোনো সময় ভাগ্যের চাকাও ঘুরে যায়। আগামীকাল কী হবে কেউ জানে না, শুধু আশা করে চলে মানুষ। আর একমাত্র বিধাতাই নির্ণয় করে দেন আগামীকাল কী হবে।

পূর্ববর্তী নিবন্ধযাকাত আদায় লুঙ্গি শাড়ি দিয়ে নয়
পরবর্তী নিবন্ধপ্রাণের মেলা জব্বারে বলি খেলা