আগামীকাল ১৫ জুলাই আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এর প্রধান খলিফা, আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর ৪৭ তম ওফাত বার্ষিকী। এ উপলক্ষে বলুয়ারদীঘি পাড়স্থ খানকাহ্–এ কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া ও মরহুম নূর মোহাম্মদ আলকাদেরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর থেকে ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মরহুমের মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.), পুষ্পমাল্য ও গিলাফ অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত, বাদ আছর খতমে গাউসিয়া ও মিলাদ মাহফিল। বাদ মাগরিব হতে বলুয়ারদীঘির পাড়স্থ খানকাহ্–এ কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় স্মারক আলোচনায় দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আন্জুমান ট্রাস্ট–গাউসিয়া কমিটির কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এতে উপস্থিত থাকার জন্য আলহাজ্ব নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.)-এর পরিবারবর্গ ও স্মৃতি সংসদের পক্ষ হতে আনজুমান ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।