আগস্ট মাসে কষ্টপাখি
উড়ে আমার মাঝে;
আমার মনে, আমার প্রাণে
শোকের গীতি বাজে।
শেখ মুজিব আর তাঁর পরিবার
খুন হলো এই মাসে,
পাকি–দালাল খুন করেছে–
লেখা ইতিহাসে।
শেখ মুজিবের প্রেমিক আমি
তাদের করি ঘৃণা,
তাদের নামে কালি মেখে
নাচি তা ধিন্ ধিনা।
অদিতি আরেফীন | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ