আগস্ট এলে বুকের মাঝে
কষ্ট বাড়ে খুব,
বাঁশের বনে ডাহুকছানা
যায় ডেকে টুবটুব ।
চারপাশে আজ কী যেন নেই
শুন্য লাগে সব,
শুন্য আকাশ বদ্ধ বাতাস
বন্ধ কলরব।
বক্ষ ছিল বিশাল নেতার
সেইখানে হয় গুলি,
রক্তে ভাসে বাড়ির সিঁড়ি
ক্যানভাসে লাল তুলি।
সেই তুলিতে ভেসে ওঠে
মায়ের দুঃখ–সুখ,
তাঁর গুনগান শুনতে মানুষ
রয়েছে উন্মুখ।








