পরপর দুই মাস ধরে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখছে সরকার। আগস্ট মাসেও আগের দরে কেনাবেচা হবে চার ধরনের জ্বালানি তেল। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। দামে হেরফের হলে সাধারণত মধ্যরাত থেকে পাম্পগুলোতে নতুন দরে তেল বিক্রি হয়। খবর বিডিনিউজের।
আগের দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা ও পেট্রোল ১১৮ টাকায় কেনাবেচা হচ্ছে। সবশেষ জুন মাসে জ্বালানি তেলের দামে রদবদল করা হয়েছিল। সেদিন কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর বিপরীতে ডিজেলের দাম লিটারে দুই টাকা এবং পেট্রোল–অকটেন তিন টাকা করে কমানো হয়েছিল।
এর আগের মাস মে’তে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে কমানো হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিল।
জ্বালানি বিভাগের নতুন অফিস আদেশে বলা হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের কমা ও বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদক্ষেপের লক্ষ্য হল ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা। ২০২৪ সালের মার্চ থেকে মাসে মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম ঠিক করছে সরকার।