বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রকাশিত দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আগামীকাল ও ২৭ নভেম্বর প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণ এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ চট্টগ্রামের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠকদের নিয়ে দুদিনব্যাপী বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। প্রকাশনা উৎসবে যোগ দিতে গ্রন্থ দুটির সম্পাদক ড. দেবব্রত দেবরায়ের নেতৃত্বে ৩০ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। প্রকাশনা উৎসব কমিটির সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক করবেন কথাসাহিত্যিক ও গীতিকার কবি আজিজুর রহমান আজিজ। দুদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে কবিকণ্ঠে কবিতা পাঠ, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, বাংলাদেশের পাহাড়ি ঐতিহ্যবাহী উপজাতীয় নৃত্য, নৃত্যালেখ্য, বৃন্দ আবৃত্তি, একক আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহীন আক্তার, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, বিউবো’র সাবেক সদস্য মো. সামছুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন প্রমুখ। কবিকন্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি রাশেদ রউফ। দুদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব কমিটির সদস্য সচিব শাওন পান্থ সকলকে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।