আখতারুজ্জামান ফ্লাইওভারে বাস চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৯:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের খুলশী থানাধীন এলাকায় বাসে চাপা পড়ে (৩২) বছরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগও জানাতে পারেনি।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

ওসি জানান, ফ্লাইওভারের উপর দুর্ঘটনাবশত বাসের নিচে চাপা পড়ে এক যুবক গুরুতর আহত হন। পরে যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। লাশ এখনো চমেক মর্গে রয়েছে।

ঘটনা সূত্রে আরও জানা গেছে, ধারণা করা হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভারের খুলশী অংশে যুবকটি সম্ভবত পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন এমন সময় বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যুবকের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। সড়কে কালো রক্ত জমাট বেধেঁছে। যুবকের পরনে ছিলো পুল হাতা জামা ও জিন্স প্যান্ট।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘যুবকের পরিচয় পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ চেষ্টা করছে লাশের পরিচয় সনাক্ত করতে।’

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাতকানিয়ায় টাস্কফোর্সের অভিযানে জরিমানা আদায়
পরবর্তী নিবন্ধচমেকে নেওয়ার পথে চবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ