আখতারুজ্জামান চৌধুরীর কবরে সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৪৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বরণ্য রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধা নিবেদন করেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গত সোমবার শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু আওয়ামী লীগের অভিভাবক ও দুর্দিনের কাণ্ডারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। চট্টগ্রামে আওয়ামী পরিবারের অভিভাবক হিসেবে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম রহমানী পাপ্পু, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি এরফানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আবু সালেহ শান, সহ-সভাপতি আতাউল ইসলাম চৌধুরী, শেখ সালাউদ্দিন দিনার, হুমায়ুন কবির চৌধুরী সাহেদ, এস ডি বাবলা, মোহাম্মদ আলমগীর, আরিফ মুন্না, অসীম বড়ুয়া, নুরুচ্ছাফা, মোহাম্মদ বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক রাজিব উদ্দীন রিজভী, হুমায়ুন কবির আজাদ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন জয়, দপ্তর সম্পাদক ইয়াছিন আরফাত মিশু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হানিফ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈলতলীতে ৩৭৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদানের টাকা
পরবর্তী নিবন্ধপ্রবর্তক মোড়ে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন