এ এফ এম আখতারুজ্জামান কায়সার গত ৯ মে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র রেজিস্ট্রার পদে যোগ দিয়েছেন। ইতোপূর্বে তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার পদে সাত বছর কর্মরত ছিলেন।
অর্থনীতির উপর এমএসএস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর এমবিএ ডিগ্রিধারী আখতারুজ্জামান কায়সারের জন্ম সাতকানিয়ার চরতি ইউনিয়নে।
আখতারুজ্জামান কায়সার পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রেস বিজ্ঞপ্তি।