আক্রান্ত বিশ মায়ের সন্তানই এইচআইভি মুক্ত

বিশ্ব এইডস দিবসে নানা আয়োজন

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৩০ পূর্বাহ্ণ

‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’- প্রতিপাদ্যকে সামনে রেখে পিএমটিসিটি সেবা জোরদার করণ প্রকল্প-চমেকহার সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল একযোগে গত মঙ্গলবার বিশ্ব এইডস দিবস পালন করে। দিবস উপলক্ষে চমেক এবং হাসপাতালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. নাসির উদ্দীন মাহমুদ। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, চমেকে গত এক বছরে নতুন এইচআইভি সনাক্ত হয় মোট ৩৯ জন। তাদের মধ্যে পুরুষ ২২ জন, মহিলা ১৩ জন এবং শিশু ১ জন এবং ৩ জন হিজড়া। ২০২০ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১ জন। প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) কার্যক্রমের আওতায় চমেকে এ পর্যন্ত ২০ জন এইচআইভি আক্রান্ত মায়ের সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে। পিএমটিসিটি ইন্টারভেনশনের ফলে ২০টি ডেলিভারির মধ্যে ২০টি বাচ্চাই এইচআইভি মুক্ত থাকায় চমেক উক্ত কার্যক্রমকে অনেক বড় সাফল্য হিসেবে মনে করছে। দিবস উপলক্ষে প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের সহায়তায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে পৃথকভাবে কর্মসূচি পালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমের দফাদার ছৈয়দ আলম ৪ হাজার ইয়াবাসহ আটক
পরবর্তী নিবন্ধপটিয়ার প্রবীণ বিএনপি নেতা এম এ রহিমের ইন্তেকাল