হাটহাজারী পশ্চিম শিকারপুর আর্ক পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে কম্যুনিটি ভবনে চিকিৎসাধীন ও সমাজের বিভিন্ন স্তরের অভিভাবকদের নিয়ে পারিবারিক কাউন্সিলিং ও সচেতনামূলক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেন্টার ম্যানজার রকীবুল আজম, সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু ও প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম। সভায় উপস্থিত অভিভাবকদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রোজেক্টের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক স্লাইড প্রদর্শন করা হয়। এতে বক্তারা বলেন,সুস্থতা প্রয়াসী ব্যক্তির প্রতি অভিভাবকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আচরন এবং সঠিক জ্ঞান ও পরিচর্যা তার সুস্থতাকে সুসংহত করে। প্রেস বিজ্ঞপ্তি।