আকুবদন্ডী,কোয়াইশ স্পায়ার,একরাম ও শোভনীয়া একাডেমির জয়লাভ

মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফমেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব১৩ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আকুবদন্ডী ফুটবল একাডেমি, কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি,একরাম ফুটবল একাডেমি ও মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে সকালে ২টি এবং বিকেলে ২টি খেলা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত খেলায় আকুবদন্ডী ফুটবল একাডেমি ৯০ গোলের বিশাল ব্যবধানে সাতকানিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা মো. আবুল ফয়সাল তাওহিদ ও সাঈম সিরাজ ২টি করে গোল দেয়। এছাড়া ইসফাক হোসেন তিহান, ফয়সাল উদ্দিন আব্বাস, মো. জুবায়দুল আলম এবং আলহাম হেলাল প্রত্যেকে ১টি করে গোল দেয়। সাতকানিয়া একটি আত্মঘাতী গোলও হজম করে। সকাল ১০টায় অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় কুয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি ১০ গোলে বাঁশখালী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা অনুপ্ত বৈদ্য হিমেস। বিকাল ৩টায় অনুষ্ঠিত খেলায় একরাম ফুটবল একাডেমি টাইব্রেকারে ২১ গোলে ডায়নামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে। দিনের চতুর্থ খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪৩ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। আজও টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে: বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমিনেমা ফুটবল একাডেমি (সকাল৯টা), মোহরা ফুটবল একাডেমিচট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি (সকাল১০টা),এ প্লাস ফুটবল একাডেমিচট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি (বিকাল৩টা), শিকলবাহা ফুটবল একাডেমিবড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি (বিকাল৪টা)

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো জ্যোতিরা
পরবর্তী নিবন্ধবল হাতে নায়কের নাম মিরাজ