আকিজ রিসোর্সের অত্যাধুনিক ফিডে দেশের প্রাণিসম্পদে নতুন সম্ভাবনা

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তাদের কল্যাণে অত্যাধুনিক ও সেরা মানের ফিড বা পশুখাদ্য বাজারে এনেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। সমপ্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক মনোরম অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আকিজ ফিড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে পোল্ট্রি, গবাদি পশু এবং মাছ চাষের উৎপাদনশীলতায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, এমনটি আশা করা হচ্ছে।

রেজাল্ট হিট’ স্লোগানের আওতায়, আকিজ এগ্রো ফিড লিমিটেড কৃষি খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি ব্যবহার করে, আকিজ এগ্রো ফিড সর্বাধিক কার্যকারিতা ও ফলাফল নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে, যেখানে মানুষের হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না। যা দেশের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক। এছাড়াও শতাধিক ব্যবসায়ী, কৃষি খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও অন্যান্য খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা আয়োজনে অংশগ্রহণ করেন। এ সময় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন, চেয়ারম্যান ফারিয়া হোসেন, ভাইস চেয়ারম্যান এ. কে. জোয়াদ্দার, এবং আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী এ. টি. এম. হাবিব উল্লাহসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকিজ এগ্রো ফিডের ক্যাটালগে রয়েছে পোল্ট্রি, গবাদি পশু ও মাছ চাষের জন্য সেরা মানের ফিড। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ৫৮টি এসকিউও বাজারে এনেছে। পোল্ট্রি ফিডে ব্রয়লার, লেয়ার ও কক ফিড; গবাদি পশুর জন্য ডেইরি ও বিফ ফিড এবং মাছের জন্য ফ্লোটিং, চিংড়ির ও সিংকিংসব ধরনের ফিড এই ক্যাটালগে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফিডগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি, যা চাষের মাছ ও গবাদিপশুর উন্নত স্বাস্থ্য এবং অধিক উৎপাদনশীলতা নিশ্চিতের পাশাপাশি কৃষকদের জন্যও টেকসই জীবনযাত্রার সুযোগ তৈরি করবে।

বাজারে আকিজ ফিডের পণ্য কৃষি উদ্যোক্তাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবেএই আশাবাদ ব্যক্ত করে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, উপস্থিত সবার আগ্রহ দেখে আমরা মনে হচ্ছে যে, আকিজ এগ্রো ফিডের পশুখাদ্য ‘রেজাল্ট হিট’ স্লোগানের সার্থকতা বজায় রাখতে সক্ষম হবে। কৃষি খাত ও কৃষি উদ্যোক্তাদের জীবনেও আমাদের ফিড ইতিবাচক প্রভাব রাখবে বলে আশাবাদী আমরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন