আফিফা আফরিন ইসমাম (৭) ও মো. ইশরাক (৫) দুই ভাই–বোন। গতকাল শুক্রবার তাদের আকিকা উপলক্ষে আত্মীয়–স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। সকাল থেকে চলছিল রান্নার প্রস্তুতি। আকিকাকে ঘিরে পরিবারের সবাই মেতে ছিল আনন্দে।
তখনই খবর এলো পুকুরে ডুবে মারা গেছে আফিফা। মুহূর্তের মধ্যে বিষাদ নেমে আসে বাড়িতে। আফিফার সহপাঠি, মা–বাবা, আত্মীয়–স্বজনের কান্নায় ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়ায় গতকাল সকাল ৮টার দিকে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত আফিফা ওই পাড়ার হেফাজতুর রহমানের কন্যা। ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে দুই ভাই–বোনের আকিকা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কন্যা শিশু আফিফা মারা যায়। এদিন বিকেলে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।