সময়টা ১৯৯৮ কি ৯৯। আকা একে একে সব অপরাধীকে খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। নারী কণ্ঠের এমন সংলাপ দিয়ে শুরু হয় ‘আকা’ সিরিজের ট্রেইলার। আগামী ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘আকা’। এই সিরিজ দিয়ে তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা আফরান নিশো। খবর বিডিনিউজের।
ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে নিশো জুটি বেঁধেছেন মাসুদা রহমান নাবিলার সাথে। অন্যায়, প্রতিশোধ, রহস্য–রোমাঞ্চের আবহে তৈরি হয়েছে ‘আকা’। সিরিজটি নিয়ে পরিচালক বলেছিলেন, আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। ‘আকার’ মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রচারের পর আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।
‘আকার’ শুটিং হয়েছে ঢাকার মধ্যেই। নিশো, নাবিলা, বর্ষণ ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমিসহ আরো অনেকে।