আকাশ

ফেরদৌস জামান খোকন | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১২:০০ অপরাহ্ণ

মেঘের ভেলা আকাশ পানে

ভেসে চলে বহু দূর,

অবাক হয়ে চেয়ে বলি

মেঘের বাড়ি কোন সে পুর?

 

চাঁদের আলোয় আকাশ পানে

যখন আমি চেয়ে রই,

মিটমিটিয়ে তারা জ্বলে

গুনতে গিয়ে ক্লান্ত হই।

 

দুপুরবেলা কালো মেঘে

আকাশ যখন ছেয়ে যায়,

মনের ভিতর শঙ্কা জাগে

ঝড়ে দুমড়ে যাবে হায়।

 

বৃষ্টির শেষে সাতটি রঙের

রংধনু যে দেখতে পাই,

গড়লেন যিনি এই না ধরা

প্রভু ছাড়া ভিন্ন নাই।

পূর্ববর্তী নিবন্ধযেখানে পাহাড়
পরবর্তী নিবন্ধবা ং লা দে শে র ফ ল