আকাশ যেন দুধ সাদা বক
মেঘের বুকে ঝিল
শরৎ মানে বাউরি বাতাস
জোছনা মাখা দিল;
হাওয়ার নায়ে ডিগবাজি খায়
ভুবনডাঙার চিল।
খালের পাশে কাশের বাগান
শাদা চুলের দোল
শিউলি ফুলে মুখ উজালা
নারিকেলের খোল
শরৎ মানে শিশির ভেজা
মুথা ঘাসের কোল।
অপুর হাতে মোহন নাটাই
দূর আকাশে ঘুড়ি
শরৎ মানে মান্জা সুতোর
লড়াই এবং তুড়ি
ঘুড়ির বুকে পাখির সুখে
কেবল ওড়াউড়ি।
শরৎ মানে মাচান ভরা
খোলা হাওয়ার দিন
পুকুর ঘাটে খলসে পুটি
নাচে তাধিন ধিন
মলা মাছের মুখর মিছিল
আনন্দে রঙিন।