আকাশ যানে-

মির্জা মোহাম্মদ আলী | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

আকাশ যানে মেঘের ফাঁকে

বইছে যেনো নদী,

চারদিকে তার ঘিরে আছে

বাদল নিরবধি।

ঐ পাড়ে এক কুমির যেনো

পালিয়ে যেতে চায়,

কাঁধের উপর দৈত্য বসা

অটল অবস্থায়।

নদীর কোনো ঢেউ দেখি না

স্রোতও নাই তাতে,

সেও যেনো উড়ছে আবার

মেঘের সাথে সাথে।

এতো সুন্দর লাগছে দৃশ্য

যেনো দেখতে থাকি,

ইচ্ছে করে মনটা আমার

মেঘের সাথে মাখি।

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত মুখোপাধ্যায় : সংগীতের বরপুত্র
পরবর্তী নিবন্ধরতের আগমনে বর্ষার তাণ্ডব