আকাশ যানে মেঘের ফাঁকে
বইছে যেনো নদী,
চারদিকে তার ঘিরে আছে
বাদল নিরবধি।
ঐ পাড়ে এক কুমির যেনো
পালিয়ে যেতে চায়,
কাঁধের উপর দৈত্য বসা
অটল অবস্থায়।
নদীর কোনো ঢেউ দেখি না
স্রোতও নাই তাতে,
সেও যেনো উড়ছে আবার
মেঘের সাথে সাথে।
এতো সুন্দর লাগছে দৃশ্য
যেনো দেখতে থাকি,
ইচ্ছে করে মনটা আমার
মেঘের সাথে মাখি।